জুমার দিনের বিশেষ আমলগুলো হলো:-
১. জুমার দিন উত্তমরূপে গোসল করা। পরিচ্ছন্নতার অংশ হিসেবে সেদিন নখ ও চুলকাটা একটি ভালো কাজ।
২. জুমার নামাজের জন্য সুগন্ধি ব্যবহার করা।
৩. মিসওয়াক করা।
৪. গায়ে তেল ব্যবহার করা।
৫. উত্তম পোশাক পরে জুমা আদায় করা।
৬. মুসল্লিরা ইমামের দিকে মুখ করে বসা।
৭. পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
৮. জুমার দিন ও জুমার রাতে বেশি বেশি দরুদ পাঠ করা।
৯. বেশি বেশি দোয়া করা।
১০. মুসল্লিদের ফাঁক করে সামনের কাতারে না যাওয়া।
১১. সুযোগ থাকলে দু’রাকাত ‘তাহিয়্যাতুল মসজিদ’ নফল আদায় করা।
১২. জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াত করা।